ময়মনসিংহের গফরগাঁও ও পাগলা সংসদীয় আসনের শতাধিক মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়েছে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক, মনোনয়ন প্রত্যাশী ডা: মোফাখখারুল ইসলাম রানার উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা পাইথল ইউনিয়নে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও ডা: রানার নির্দেশনায় জুম্মার নামাজ শেষে উপজেলার শতাধিক মসজিদে এ দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা চিকিৎসাধীন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করেন। মোনাজাতে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন মুসল্লিরা।



