রাজবাড়ীর পাংশায় বহুতল মার্কেট মাহমুদ প্লাজার মূল মালিকরা দোকান পজিশন না পাওয়ায় এবং পজিশন ফিরে পাওয়ার দাবিতে সরকারের কাছে জোর দাবি জানিয়ে সোমবার শহরের মাহমুদ প্লাজার সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।
জানা যায়, সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের বিনাভোটের ও রাতের ভোটের এমপি মো: জিল্লুল হাকিম রাজবাড়ীর পাংশা শহরের প্রাণকেন্দ্রে ৭০বছরের মালিকানাধীন ৩৪টি দোকান ঘর থেকে বহুতল মাকের্ট নির্মাণের অজুহাতে প্রকৃত দোকান মালিকদের উচ্ছেদ করে মাহমুদ প্লাজা নামে মার্কেট করে।
দোকান মালিকদের উচ্ছেদের সময় মাকর্টে পুনরায় স্ব স্ব স্থানে দোকান দেবার আশ্বাস দিলেও মার্কেট নির্মাণ হবার পর মূল মালিকদের কাউকেই দোকান দেয় নাই।
দোকান না দেবার কারণ জানতে চাইলে মন্ত্রী প্রভাব খাটিয়ে পুলিশ ও তার সন্ত্রাসী বাহিনী দিয়ে মূল দোকান মালিকদের পথে বসিয়ে তাদের নানানভাবে হুমকি ও প্রাণনাশের ভয় দেখায়ে বঞ্চিত করে।
কিন্তু গত ৫ আগস্টের পরও দোকান মালিকগণ রেলমন্ত্রীর নামে নোটিশ পাঠালেও এখনও তার জবাব দোকানীরা পায় নাই।
এখনও মূল মালিকরা দোকান পজিশন না পাওয়ায় এবং পজিশন ফিরে পাওয়ার দাবিতে সরকারের কাছে জোর দাবি জানিয়ে সোমবার পাংশা শহরের মাহমুদ প্লাজার সামনে মানব বন্ধন ও বিক্ষোভ করেছে।
এতে পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা মো: বাহারাম সরদার, সেক্রেটারি মো: দেলোয়ার হোসেন ও পাংশা সরকারি কলেজের অধ্যাপক মো: সহিদুর রহমান ও মজিবর রহমান।
নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, আগামী এক মাসের মধ্যে বঞ্চতরা তাদের দোকান মাহমুদ প্লাজার নিচতলায় পজিশন না পেলে পাংশায় হরতাল, বিক্ষোভসহ রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে অবরোধ করা হবে।



