ময়মনসিংহের ভালুকায় কাভার্ডভ্যানের ধাক্কা খেয়ে প্রাইভেটকার অটোরিকশাকে ধাক্কা দিলে অটোযাত্রী মো: আনসার আলী (৭০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরো পাঁচ যাত্রী।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর উত্তর বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউটার্নে এ ঘটনা ঘটে।
নিহত আনসার আলী উপজেলার হবিরবাড়ি উইনিয়নের বড়চালার গ্রামের মুনসুর আলীর ছেলে। আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই স্থানে ঢাকাগামী লেন থেকে ময়মনসিংহগামী লেনে যাওয়ার জন্যে অপেক্ষা করছিল একটি যাত্রীবাহী অটোরিকশা ও অপর একটি প্রাইভেটকার। ওই সময় পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান প্রাইভেটকারের পেছনে ধাক্কা দেয়। পরে প্রাইভেটকারের ধাক্কায় অটোটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা একজন যাত্রী নিহত এবং অপর পাঁচজন আহত হন।
খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
একই সময় ঢাকাগামী একটি ট্রাক ঘটনাস্থলে এসে মহাসড়কের উপর উল্টে যায়।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, সিডস্টোর বাজার এলাকায় দুর্ঘটনায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।