ভারতের পারমিটের অপেক্ষায় ২৪ ঘণ্টা ধরে বাংলাদেশে ভুটানগামী ট্রানজিট পণ্য

‘ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করা হলেও এখনো কোনো সাড়া মেলেনি।’

সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট

Location :

Lalmonirhat
২৪ ঘণ্টা ধরে বাংলাদেশে ভুটানগামী ট্রানজিট পণ্য
২৪ ঘণ্টা ধরে বাংলাদেশে ভুটানগামী ট্রানজিট পণ্য |নয়া দিগন্ত

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ভারতের পারমিট না পাওয়ায় আটকে রয়েছে ভুটানগামী ট্রানজিট পণ্যবোঝাই ট্রাক। ভারতীয় কাস্টমসের অনুমতি না মেলায় ট্রাকটি বন্দরে অবস্থান করছে।

শনিবার (২৯ নভেম্বর) বেলা ৩টা পর্যন্ত ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষের কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে আজও ভুটানগামী ট্রানজিট পণ্যবাহী ট্রাকটি পাঠানো সম্ভব হয়নি।

এর আগে শুক্রবার ভোর ৪টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাইল্যান্ড থেকে আনা প্রায় ৭ টন প্রসাধনী ও খাদ্যপণ্য ভুটান সরকারের জন্য বুড়িমারী স্থলবন্দরে পৌঁছায়।

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল সাপ্তাহিক ছুটি থাকা সত্ত্বেও বিশেষ কারণে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়। কিন্তু কোনো পারমিট না পাওয়ায় আজ ২৯ নভেম্বর ইমিগ্রেশন সম্পন্ন করে ট্রাকটি ভুটানের উদ্দেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে।

বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ট্রানজিট পণ্য ভুটানে প্রবেশের আগে ভারতের কাস্টমসের অনুমতি বাধ্যতামূলক।

জানা যায়, ২০২৩ সালে স্বাক্ষরিত ‘ট্রাফিক ইন ট্রানজিট’ চুক্তির আওতায় বাংলাদেশ নিজের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে, যাতে ভুটান তৃতীয় দেশ থেকে পণ্য এনে নিজ দেশে নিতে পারে।

এর আগে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের বাংলাদেশ সফরের সময় ২২ থেকে ২৬ নভেম্বর—এ চার দিনের মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৭ টন খাদ্যপণ্য বুড়িমারী স্থলবন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে চট্টগ্রাম বন্দরে নানান জটিলতার কারণে শুক্রবার ভোরে ট্রাকটি বুড়িমারীতে পৌঁছায়। পরীক্ষামূলক এ ট্রানজিট চালান সফল হলে বাংলাদেশ-ভুটান বাণিজ্য সম্পর্ক আরো এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার (শুল্ক) মো: দেলোয়ার হোসেন বলেন, ‘ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করা হলেও এখনো কোনো সাড়া মেলেনি। ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনুমতি পাওয়া গেলে ট্রাকটি ভুটানে পাঠানো হবে।’