ঢাকার দোহারে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় পথচারী, দুস্থ ও এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর পালামগঞ্জ বাজারে জামায়াতের দোহার উপজেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ বি এম কামাল হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণের সহ-সভাপতি ডা. শহিদুজ্জামান, উপজেলা নায়েবে আমির মাওলানা দলিলুর রহমান, উপজেলা সেক্রেটারি নুরে আলম ঝিলু, উপজেলার প্রচার সম্পাদক এম আসাদুজ্জামান সবুজ, রাইপাড়া ইউনিয়ন সভাপতি আল আমিনসহ স্থানীয় নেতারা।