নুরের উপর হামলার প্রতিবাদে ফেনীতে গণঅধিকারের বিক্ষোভ

শনিবার (আগস্ট) সকালে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ বিক্ষোভ ও প্রতিবাদ সভা করা হয়।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni Sadar
ফেনীতে গণঅধিকারের বিক্ষোভ
ফেনীতে গণঅধিকারের বিক্ষোভ |নয়া দিগন্ত

ডাকসুর সাবেক ভিপি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে ফেনী শহরে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ।

শনিবার (আগস্ট) সকালে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ বিক্ষোভ ও প্রতিবাদ সভা করা হয়।

গণঅধিকার পরিষদের জেলা সভাপতি হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সৈকতের পরিচালনায় বক্তব্য দেন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী, যুগ্ম-সম্পাদক আজিজ উল্যাহ আহমদি, ফেনী স্বেচ্ছাসেবক পরিবারের সংগঠক ওসমান গনি রাসেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ওমর ফারুক, সাবেক সহ-সমন্বয়ক ওমর ফারুক শুভ প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগের বড় সহযোগী ছিলো জাতীয় পার্টি। তাদের দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চালানো হচ্ছে। জাতীয়পার্টির ব্যাপারে কোনো ছাড় নেই। অতি উৎসাহীরা ভিপি নুরের উপর হামলা করেছে। তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

তারা আরো বলেন, সেনাবাহিনীতে দেশপ্রেমিকদের পাশাপাশি পোশাক পরে আওয়ামী দোসররা ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। তাদের সাথে আওয়ামী কোটায় নিয়োগ পাওয়া পুলিশ সদস্যরাও ছিলেন। হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।

রেজাউল করিম সৈকত বলেন, ২০১৮ সাল থেকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সূচনা করেছেন ভিপি নুরুল হক নুর। তার উপর হামলা জুলাই বিপ্লবকে নস্যাৎ করার সুদূরপ্রসারী পরিকল্পনা। তাই এখন থেকে পরিকল্পনা নস্যাৎ করতে হবে।