জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও মহেশখালী- কুতুবদিয়া আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, ‘আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য ওলামা মাশায়েখদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। আগামী নির্বাচনে যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্বকে নির্বাচিত করতে হবে। সবাইকে ছোট ছোট মতপার্থক্য ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দ্বীনের জন্য আরো বেশি ত্যাগ ও কোরবানি করতে হবে। এ দেশে অতীতে আলেম সমাজ দেশের জন্য অনেক ভূমিকা পালন করেছিলেন।‘
শনিবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রামের মহেশখালী-কুতুবদিয়ার ওলামা মাশায়েখদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুতুব শরীফ দরবারের প্রধান শাহজাদা ও দারুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা মনিরুল মন্নানের সভাপতিত্বে দেওয়ান বাজারের বাংলাদেশ ইসলামিক অ্যাকাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ওলামা সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বায়তুল মোকাররম জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মহিবুল্লাহিল বাকি আল মাদানী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও মুহাম্মদ উল্লাহ, কুতুবদিয়া উপজেলা আমির ও সাবেক চেয়ারম্যান আ স ম শাহরিয়ার, জামায়াত নেতা আবু হেনা মোস্তফা কামাল, মাওলানা মমতাজুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আবু সাঈদ নুরী, সরকারি এপিপি অ্যাডভোকেট মোবারক হোসাইন, অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম, বিশিষ্ট ব্যাংকার বোরহান উদ্দীন, মুহাদ্দিস মাওলানা সেলিম জাহাংগীর, মাওলানা মুহাম্মদ ইদ্রিস, মাওলানা মুহাম্মদ হারুনর রশিদ ও মাওলানা আবু দাউদ প্রমুখ।