শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় ৭১ হাজার শিক্ষার্থীর আবেদন

আবেদন শেষ হবে ২৫ ডিসেম্বর

পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে আবেদন। এবারের ভর্তি পরীক্ষা সিলেট ও ঢাকায় অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৩ জানুয়ারি ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো
শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন ৭১ হাজার শিক্ষার্থী
শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন ৭১ হাজার শিক্ষার্থী |নয়া দিগন্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে দুই ইউনিটে আবেদন করেছেন ৭১ হাজার শিক্ষার্থী।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় নয়া দিগন্তকে এ তথ্য জানান ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম।

ভর্তি কমিটি জানায়, আবেদন শুরুর ১৪তম দিনে সোমবার সন্ধ্যা পর্যন্ত ‘এ’ ও ‘বি’ ইউনিটে ৭১ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। আগামী ২৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে আবেদন। তখনই ফাইনাল সংখ্যা জানা যাবে।

ভর্তি কমিটির তথ্য মতে, গত ৮ ডিসেম্বর শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে আবেদন। এবারের ভর্তি পরীক্ষা সিলেট ও ঢাকায় অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৩ জানুয়ারি ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।