নড়াইলে ডোবার পানিতে নেমে ফুফু-ভাতিজির মৃত্যু

বেতভিটা গ্রামে শহিদ ফকিরের মেয়ে আছিয়া খানম (৯) এবং তার ভাতিজি আলামিন ফকিরের মেয়ে জিম (৯) বুধবার দুপুরে বাড়ির পাশে ডোবায় নামে।

ফরহাদ খান, নড়াইল
নড়াইলে ডোবার পানিতে নেমে ফুফু-ভাতিজির মৃত্যু
নড়াইলে ডোবার পানিতে নেমে ফুফু-ভাতিজির মৃত্যু |নয়া দিগন্ত

নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বেতভিটা গ্রামে ডোবার পানিতে নেমে ফুফু-ভাতিজির মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, বেতভিটা গ্রামে শহিদ ফকিরের মেয়ে আছিয়া খানম (৯) এবং তার ভাতিজি আলামিন ফকিরের মেয়ে জিম (৯) বুধবার দুপুরে বাড়ির পাশে ডোবায় নামে। দুইদিনের অতিবর্ষণে ডোবায় পানি জমায় তারা গোসল করতে নামার পর তাদের মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা খোঁজাখুজির পর বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশে ডোবার পানিতে তাদের লাশ ভেসে উঠতে দেখেন। দুই শিশু সম্পর্কে ফুফু-ভাতিজি।

এ ঘটনায় দুই পরিবারসহ গ্রামবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।