লৌহজংয়ে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১

বুধবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
বিদেশী পিস্তল, ম্যাগজিন ও তাজা গুলিসহ গ্রেফতার মো: শাহানুর (৫৩)
বিদেশী পিস্তল, ম্যাগজিন ও তাজা গুলিসহ গ্রেফতার মো: শাহানুর (৫৩) |সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া গোয়ালীমন্দ্রা বাজার এলাকা থেকে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ মো: শাহানুর (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।

গ্রেফতার শাহানুর মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খরিয়া এলাকার মরহুম সিরাজউদ্দিন সরদারের ছেলে।

র‌্যাব কর্মকর্তা তাপস কর্মকার, বুধবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় শাহানুরকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন এবং পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানায়, শাহানুর একজন পেশাদার মাদককারবারি, অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। তিনি দীর্ঘদিন ধরে লৌহজংসহ আশপাশের এলাকায় অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে মাদকের কারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে অস্ত্র আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানা যায়।