পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার পূর্বধলায় জারিয়া ইউনিয়নের বেহি বিলের পশ্চিম পাশে ধান ক্ষেতে রুবেল মিয়া (২৫) নামে এক যুবকের বস্তা বাঁধা দুই পা ও গলা কাটা রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) বিকেলে লাশটি উদ্ধার করে পূর্বধলা থানা পুলিশ।
নিহত রুবেল মিয়া উপজেলার আগিয়া ইউনিয়নের বুধি পূর্বপাড়া গ্রামের আবুল কাশেমের একমাত্র ছেলে। তার স্ত্রী ও দুই বছরের এক ছেলে রয়েছে। সে ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী বহন করতেন।
বুধবার আনুমানিক রাত ১২টার দিকে সে ভাড়া নিয়ে বের হলে পরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
খবর পেয়ে পরিবারের লোকজন বিকেলে এসে লাশ শনাক্ত করেন। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার জন্যই এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
ঘটনাস্থলের এলাকাবাসী জানায়, ছোট ছোট কয়েকটি ছেলে মেয়ে ওই ক্ষেতের পাশে মাছ ধরতে গিয়ে লাশটি দেখতে পায়। স্থানীয় লোকজন এসে লাশটি পড়ে থাকতে দেখে। পরে পুলিশসহ নিহতের পরিবার খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন।
নিহতের বাবা আবুল কাসেম বলেন, ‘গতকাল রাতে আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমি সারারাত খুঁজেছি। বিকেলে শুনি ধানের জমিতে আমার ছেলের লাশ পাওয়া গেছে।’
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, ‘যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’