রাঙ্গামাটির লংগদুতে ব্যাংকের চেক জালিয়াতি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাইফুল ইসলাম নামে এক ভুক্তভোগী ব্যক্তি।
রোববার (২২ জুন) সকাল ১০টায় লংগদু প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, স্থানীয় অ্যাডভোকেট সাইফুল ইসলাম অভি ও তার স্ত্রী অ্যাডভোকেট রুমিনা খানমের সাথে তার ব্যবসায়িক সম্পর্ক বা পারস্পরিক কোনো লেনদেন ছিল না। তবে আমি ব্যবসায়িক কাজে অভির মায়ের থেকে ৮ লাখ ১০ হাজার টাকা নিয়েছিলাম। ২০২০ সাল পর্যন্ত আমাদের সম্পর্ক ভালোই ছিলো। পরে সাইফুল ইসলাম অভি তার মাকে ভয় দেখিয়ে চেকগুলো নিয়ে নেন। আমি তার মাকে তিনটি চেক দিয়েছিলাম ৫ লাখ ৫০ হাজার টাকা, ১ লাখ ২০ হাজার এবং ৬০ হাজার টাকা। এগুলো সংগ্রহ করে অভি চেক জালিয়াতির মাধ্যমে ১৮ লাখ ৫০ হাজার টাকা দেখিয়ে আমার নামে একটি মিথ্যা মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে উপজেলার আরেক ভুক্তভোগী সরোয়ার হোসেন বলেন, ওমর ফারুক মাস্টার তিনি অ্যাডভোকেট সাইফুল ইসলাম অভির বোনের জামাই হওয়ায় তার ক্ষমতাবলে আমার নামে একটি মিথ্যা মামলা দায়ের করে দীর্ঘদিন ধরে হয়রানি করছে। মামলাটি এখনো চলমান।
এ বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, পাওনা টাকার বিপরীতে আসামি সাইফুল ইসলাম চেক দেন। চট্টগ্রাম জজ কোর্ট প্রায় ৪ বছর পর গত ফেব্রুয়ারিতে আসামি সাইফুল ইসলামকে এ সংক্রান্ত মামলায় অর্থদণ্ডসহ এক বছরের সাজার রায় দেয়। কিন্তু সাইফুল ইসলাম সত্যকে আড়াল করার জন্য আষাঢ়ে গল্প তৈরি করে। সংবাদ সম্মেলনে তার বক্তব্য আদালতের প্রতি অশ্রদ্ধার শামিল।