চট্টগ্রাম-১৩ আসনের বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী এস এম শাহজাহান বলেছেন, বর্তমানে নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রয়েছে যদি এই সুষ্ঠু পরিবেশ বজায় থাকার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে এই আসনে মোমবাতি জয়ী হবে।
এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য প্রস্তুত থাকবেন, ইনশাআল্লাহ সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এসময় তিনি সকলের সার্বিক সহযোগিতা এবং মোমবাতি মার্কায় ভোট প্রার্থনা করেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বটতলী শাহ্ মোহসেন আউলিয়া (রহঃ) এর মাজার জিয়ারত শেষে নির্বাচনী প্রচারণা শুরুকালে তিনি এসব কথা বলেন।
এসময় মাজারের মাঠ থেকে বটতলী রুস্তম হাট বাজারের ভোটারদের সাথে কৌশল-বিনিময় এবং মোমবাতির প্রচারণা করেন।
এসময় অন্যদের মধ্যে সউম হামেদ হোসাইন, শাহজাদা আব্দুল কাদের, চাঁন মিয়া, মাস্টার আবুল হোসাইন, ডিআই জাহাঙ্গীর আলম, গোলাম মোস্থফা, হাফেজ আব্দুর রহিম, মনির আহমদ আনোয়ারী, মাওলনা আহমদ আনোয়ারী, রফিক তৈয়বী, মাওলানা ইদ্রিস আল কাদেরী, মাওলানা ফিরোজ মিয়া, মাওলানা মুসলিম উদ্দিন আনোয়ারী, স ম শহিদুল হক ফারুকী, স ম নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।



