ময়মনসিংহের ভালুকায় ট্রাকের নিচে চাপা পড়ে আবু বকর সিদ্দিক (৫৫) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পাড়াগাঁও মেম্বারবাড়ি মোড় এলাকায় সিডস্টোর-বাটাজোর সড়কে।
নিহত আবু বকর সিদ্দিক উপজেলার কাচিনা গ্রামের খানপাড়ার আলীম উদ্দিনের ছেলে ও পশ্চিম পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আবু বকর সিদ্দিক নির্বাচনী ট্রেনিং শেষে ভালুকা সদর থেকে মোটরসাইকেলে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে সিডস্টোর-বাটাজোর সড়কে উপজেলার পাড়াগাঁও গ্রামে মোটরসাইকেলটিকে একটি মাছভর্তি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে যান। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেল চালক আজহারুল ইসলাম (৪৫) গুরুতর আহত হন। তাকে ভালুকা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভালুকা মডেল থানার এসআই গোবিন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।



