স্থানীয় সরকার, শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও শহীদদের আকাঙ্ক্ষা পূরণের মধ্য দিয়েই নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। হ্যাঁ-তে ভোট দিলে দেশে আর স্বৈরাচার ফিরে আসার সুযোগ থাকবে না।’
তিনি বলেন, ‘অতীতে আয়নাঘরের মতো নির্যাতন ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল, বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলা চত্বরে গণহত্যা সংঘটিত হয়েছে, শত শত মানুষ গুমের শিকার হয়েছে। জুলাই আন্দোলনের সময় হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল। আমরা যদি সেই অন্ধকার দিনগুলোতে ফিরে যেতে না চাই, তাহলে ১২ তারিখে বুকের মধ্যে লাল-সবুজের পতাকা ধারণ করে গণভোটে হ্যাঁ-তে ভোট দিতে হবে।’
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জ জেলা শহীদ মিনারে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভ্যান’-এর প্রচার কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘হ্যাঁ ভোটের মাধ্যমে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নির্যাতন ও আয়নাঘরের মতো অমানবিক ব্যবস্থা আর ফিরে আসবে না। দেশের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতেই এই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের প্রচারণার অংশ হিসেবে বিশেষ দশটি প্রচারণামূলক গাড়ি নিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব গাড়ির মাধ্যমে ভোটারদের গণভোট, ভোটাধিকার ও ভোটের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হচ্ছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, জেলা প্রশাসক (ডিসি) সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার (এসপি) মো: মেনহাজুল ইসলামসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



