আরিফুল হক মাহবুব, কাউখালী (রাঙ্গামাটি)
চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের বেতবুনিয়া চাইঞোরী বাজারে পিকআপ ভ্যানের চাপায় পাইশিথোয়াই মারমা (৩৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় শিশুসহ আরো তিনজন আহত হয়েছেন।
রোববার (২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে চাইঞোরী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পাইশিথোয়াই মারমা বেতবুনিয়া পূর্ব মনাইপাড়া এলাকার সুইচাঅং মারমার ছেলে। তিনি পাইশি বেতবুনিয়ার কাশখালী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিটি গ্রুপের মালিকানাধীন একটি পিকআপ ভ্যান দ্রুত গতিতে বেতবুনিয়া বাজার অতিক্রম করছিলে। এ সময় বিপরীত দিক থেকে আসা ওই মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটি। ফলে মোটরসাইকেলচালক পাইশিথোয়াই মারমা, তার স্ত্রী থুইপ্রুমা মারমা, বড় মেয়ে মাসাচিং মারমা (৮) ও ছোট মেয়ে ম্রাচাইউ মারমা (৩) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় পাইশিথোয়াইকে রাউজান জেকে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে বড় মেয়ে মাসাচিং মারমাকে স্থানীরা উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়। এছাড়া স্ত্রী ও ছোট মেয়েকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনায় পিকআপ ভ্যানটি আটক করেছে পুলিশ। একইসাথে পালানোর সময় ড্রাইবার আব্দুর রহিম (৩৮) ও হেলপার রায়হান ইসলামকে (২১) স্থানীয়রা আটক করে বেতবুনিয়া পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।



