বান্দরবানে ইজিবাইক চালক হত্যা, আসামি গ্রেফতার

অমন্ত সেন তঞ্চঙ্গ্যার কাছ থেকে রাজন্ত তঞ্চঙ্গ্যা ৩৫ হাজার টাকা ধার নিয়েছিলেন। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
রাজন্ত তঞ্চঙ্গ্যা (২৩)
রাজন্ত তঞ্চঙ্গ্যা (২৩) |নয়া দিগন্ত

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ইজিবাইক চালক অমন্ত সেন তঞ্চঙ্গ্যা (৪৬) হত্যার ঘটনায় রাজন্ত তঞ্চঙ্গ্যা (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে উপজেলার বাস স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

রাজন্ত তঞ্চঙ্গ্যা পূর্ণবাসন পাড়ার চন্দ্র কুমার তঞ্চঙ্গ্যার ছেলে বলে জানা গেছে।

বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুল করিম জানান, নিহত অমন্ত সেন তঞ্চঙ্গ্যার কাছ থেকে রাজন্ত তঞ্চঙ্গ্যা ৩৫ হাজার টাকা ধার নিয়েছিলেন। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। গত ১৫ সেপ্টেম্বর রাতে কথা কাটাকাটির একপর্যায়ে রাজন্ত বাঁশ ও গাছের লাঠি দিয়ে পিটিয়ে অমন্তকে হত্যা করে এবং লাশ তারাছা খালের পানিতে ফেলে দেয়। পরদিন সাঙ্গু নদী থেকে অমন্ত সেন তঞ্চঙ্গ্যার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর সন্দেহভাজন হিসেবে রাজন্ত তঞ্চঙ্গ্যাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে হত্যার কথা স্বীকার করে।

তিনি বলেন এ ঘটনায় রোয়াংছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।