বরিশাল-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন অ্যাডভোকেট হেলাল

‘নির্বাচনী পরিবেশ ভালোই দেখছি কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড নেই। জাতীয় পর্যায় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত বিভিন্নভাবে ইনসাফের পাল্লা একটু কাঁত হয়ে যাচ্ছে মনে হয়। আমরা দেখি অনেকে নিরাপত্তা পায় আর অনেকে নিরাপত্তা পায় না। এজন্য সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দরকার।’

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল
মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও বরিশাল-৫ (সদর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বরিশাল জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসার মো: খায়রুল আলম সুমনের হাতে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমা দেয়ার পর অ্যাডভোকেট হেলাল বলেন, ‘আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নোমিনেশন পেপার সাবমিট করলাম। আমরা আশা করছি, ১২ ফেব্রুয়ারি প্রত্যাশিত নির্বাচনের জন্য দেশবাসী বহুবছর অপেক্ষা করছে, সেই নির্বাচনের প্রয়োজনীয় উদ্যোগ নিবে নির্বাচন কমিশন। আমরা আশা করি, এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, দেশের জনগণ ভোট দিবেন এবং তাদের প্রত্যাশিত জনপ্রতিনিধি নির্বাচন করে বাংলাদেশকে ন্যায় এবং ইনসাফভিত্তিক একটি সমাজ বিনির্মাণ এবং লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে।’

নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি বলেন, ‘নির্বাচনী পরিবেশ ভালোই দেখছি কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড নেই। জাতীয় পর্যায় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত বিভিন্নভাবে ইনসাফের পাল্লা একটু কাঁত হয়ে যাচ্ছে মনে হয়। আমরা দেখি অনেকে নিরাপত্তা পায় আর অনেকে নিরাপত্তা পায় না। এজন্য সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দরকার।’

তিনি আরো বলেন, ‘প্রশাসনকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং দেশের জনগণকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ বাবর, নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল, সেক্রেটারি অধ্যাপক মাওলানা মতিউর রহমান, কর্মপরিষদ সদস্য শামীম কবির, অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, অ্যাডভোকেট আবুল খয়ের শহীদসহ অন্য নেতাকর্মীরা।