গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে মো: ইসরাইল হাওলাদারকে (বিপি-৭০৯৮১০৪৫৫৩, ডিআইজি) পদায়ন করা হয়েছে। তিনি ঢাকা শিল্পাঞ্চল পুলিশের দায়িত্বে ছিলেন।
রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ইসরাইল হাওলাদারকে জিএমপি, গাজীপুরে পুলিশ কমিশনার (ডিআইজি) পদে বদলি/পদায়ন করা হয়েছে। একইসাথে অন্যান্য জেলার পুলিশ সুপার ও উপ-পুলিশ কমিশনারদের বিভিন্ন পদে বদলি/পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনের আদেশ রাষ্ট্রপতির অনুমোদনে অবিলম্বে কার্যকর হবে।
নিযুক্ত কমিশনার মো: ইসরাইল হাওলাদার দীর্ঘদিন ধরে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং বিশেষভাবে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তার বিশেষ দক্ষতা রয়েছে।
তিনি দ্রুত কার্যক্রম শুরু করে শহরের নিরাপত্তা ও শৃঙ্খলা আরো শক্তিশালী করার পরিকল্পনা বাস্তবায়ন করবেন বলে গাজীপুরের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।



