কেওক্রাডং সড়কে চাঁদের গাড়ি উল্টে ১১ পর্যটক আহত

কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়ি উল্টে কুষ্টিয়ার ১১ পর্যটক আহত হয়েছেন; দু’জনকে গুরুতর অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Ruma
কেওক্রাডং সড়কে চাঁদের গাড়ি উল্টে ১১ পর্যটক আহত
কেওক্রাডং সড়কে চাঁদের গাড়ি উল্টে ১১ পর্যটক আহত |নয়া দিগন্ত

বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং সড়কে চাঁদের গাড়ি উল্টে ১১ পর্যটক আহত হয়েছেন। এর মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। তাদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসে এবং আহতদের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত পর্যটকরা সবাই কুষ্টিয়া জেলার বাসিন্দা। দুর্গম এলাকা হওয়ায় এখনো তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ আরো জানায়, পেঁপে বাগান এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এরপর গাড়িটি সড়কের রেলিংয়ে আঘাত করে। মাত্র দুই ফুট দূরে ছিল গভীর খাদ, সেখানে পড়ে গেলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আদনান চৌধুরী বলেন, বগালেক থেকে কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়িটি দুর্ঘটনায় পড়ে। সবাই আহত হয়েছেন।

তথ্য নিশ্চিত করে রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী বলেন, আমরা আহতদের উদ্ধার করেছি। গুরুতর আহত দু’জনকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র : বাসস