মাদারীপুরে হাদির মাগফেরাত কামনায় গায়েবানা জানাজা

রাজৈর উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন শেখ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
মাদারীপুরে হাদির গায়েবানা জানাজা
মাদারীপুরে হাদির গায়েবানা জানাজা |নয়া দিগন্ত

মাদারীপুরে ওসমান হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বাদ যোহর রাজৈর উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন শেখ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। মুসল্লিরা হাদির কর্মময় জীবন স্মরণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জানাজায় উপস্থিত স্থানীয় আলেম-ওলামা ও নেতৃবৃন্দ বলেন, হাদিকে গুলি করে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি। এক হাদি হত্যায় লক্ষ হাদি জন্ম নেবে। বক্তারা জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বলেন, প্রায় আড়াই হাজার ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করেও আন্দোলন দমন করা যায়নি। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, তা কোনোভাবেই ম্লান হতে দেয়া হবে না। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক একটি সুন্দর রাষ্ট্র।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর-২ মনোনীত প্রার্থী মুফতি আব্দুস সোবাহান, বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর জেলার সাধারণ সম্পাদক মাওলানা মিজবাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি শফিকুল ইসলাম, এনসিপির যুগ্ম-সমন্বয়কারী আজগর শেখ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আফরান মাহমুদ জামী, সাবেক সংগঠক জহিরুল ইসলাম, সাবেক সদস্য শেখ জোবায়ের হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ।

জানাজা শেষে মুসল্লিরা মহান আল্লাহর কাছে মরহুমের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের জন্য ধৈর্য ধারণের দোয়া করেন।