দলীয় পদ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর আমেরিকা থেকে দেশে ফিরেছেন একাধিকবার কারানির্যাতিত নেতা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ টি এম কামাল। বুধবার (১১ ডিসেম্বর) রাতে তিনি দেশে ফিরেন।
আওয়ামী লীগ সরকারের আমলে রাজপথে প্রকাশ্যে পুলিশি নির্যাতনের কারণে তিনি দেশব্যাপী আলোচিত হন।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু ও ফারুখ হোসেনের নেতৃত্বে মহানগর বিএনপির শাহরিয়ার চৌধুরী ইমন, মাকিত মোস্তাকিম শিপলুসহ জেলার বিভিন্ন স্থান থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ টি এম কামালের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ২০২২ সালের ১৮ জানুয়ারি তাকে বহিষ্কার করা হয়।
আওয়ামী লীগ সরকারের প্রায় ১৫ বছর তিনি জেলার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।



