সিলেটে শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারতে বিপিজেএ’র নেতারা

শহীদ তুরাবের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারতে বিপিজেএ’র নেতারা
সিলেটে শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারতে বিপিজেএ’র নেতারা |ছবি : নয়া দিগন্ত

জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাবের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন বিপিজেএ’র (বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন) সিলেট বিভাগীয় কমিটির নেতারা।

শুক্রবার (১৮ জুলাই) বাদ জুমা বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে শহীদ তুরাবের জন্মস্থান বিয়ানীবাজারে গিয়ে তার কবর জিয়ারত করেন তারা। সেখানে মোনাজাতে অংশ নেন সিলেটের সাংবাদিক নেতৃবৃন্দ। পরে তুরাবের মায়ের সাথে দেখা করেন তারা।

শহীদ সাংবাদিক এটিএম তুরাব বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদস্য ও দৈনিক নয়া দিগন্তের তৎকালীন সিলেট ব্যুরো প্রধান ছিলেন।

কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন, বাংলানিউজ ডটকমের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি এমএ হান্নান, বর্তমান সহসাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, সাংবাদিক মো: আব্দুল আহাদ, সিলেট প্রেসক্লাবের সদস্য আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো: ফয়সল আলম, মো: মারুফ হাসান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবীর পাবেল, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমীন লস্কর রাব্বী, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সহ-সাধারণ সম্পাদক রানা মজুমদার বাপ্পী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজহার উদ্দিন শিমুল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, কার্যকরি কমিটির সদস্য মো: আজমল আলী, সাবেক সাবেক সভাপতি ও সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, বিপিজেএ সিলেটের সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সাবেক সহসভাপতি মো: দুলাল হোসেন, সাবেক কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, বিপিজেএ সদস্য আনিস মাহমুদ ও আব্দুল খালিক, ইমজা সদস্য দিপক বৈদ্য দিপু ও মোজাম্মেল হক প্রমুখ।

তুরাবের পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড় ভাই আবুল আহসান মো: আজরফ (জাবুর)।

প্রসঙ্গত, তুরাবের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি। কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ জুলাই কবর জিয়ারত-দোয়া, ১৯ জুলাই শহীদ মিনার প্রাঙ্গনে সাংবাদিক সমাবেশ ও ২০ জুলাই স্মারকলিপি প্রদান।