তালায় ভেজাল দুধ তৈরির সরঞ্জামসহ আটক ২

সাতক্ষীরার তালা উপজেলায় ভেজাল দুধ তৈরির সরঞ্জাম ও কেমিক্যালসহ সোহাগ ঘোষ (২৭) ও সিরাজুল ইসলাম (৪০) নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

ইয়াসিন আলী সরদার, তালা (সাতক্ষীরা)

Location :

Tala
সাতক্ষীরার তালায় ভেজাল দুধ তৈরির সরঞ্জামসহ আটক দুই ব্যক্তি
সাতক্ষীরার তালায় ভেজাল দুধ তৈরির সরঞ্জামসহ আটক দুই ব্যক্তি |ছবি - নয়া দিগন্ত

সাতক্ষীরার তালা উপজেলায় ভেজাল দুধ তৈরির সরঞ্জাম ও কেমিক্যালসহ সোহাগ ঘোষ (২৭) ও সিরাজুল ইসলাম (৪০) নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল) সিরাজুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে।

আটক সোহাগ ঘোষ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চন্ডিপুর গ্রামের পরলোকগত অসীম ঘোষের ছেলে এবং সিরাজুল ইসলাম তালা সদরের শিবপুর গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শিবপুর গ্রামের সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে ভেজাল দুধ তৈরির সরঞ্জাম, বিভিন্ন কেমিক্যালসহ ওই দু’জনকে আটক করে। এ সময় একটি ব্লেন্ডার মেশিন, তেল, সাত ড্রাম ভেজাল দুধ তৈরির পাউডার, একটি মোটর চালিত ভ্যান, ১০০ সিসি প্লাটিনা মোটরসাইকেলসহ ২৮০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।