শ্রীপুরে বিএনপির মৌন মিছিল ও দোয়া মাহফিল

শ্রীপুর সরকারি মহেশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে গেটের সামনে থেকে মৌন মিছিল বের করে শ্রীপুর কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেন।

নাসিরুল ইসলাম, শ্রীপুর (মাগুরা)

Location :

Sripur
শ্রীপুরে বিএনপির মৌন মিছিল ও দোয়া মাহফিল
শ্রীপুরে বিএনপির মৌন মিছিল ও দোয়া মাহফিল |নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপির আয়োজনে দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকালে দলটির নেতাকর্মীরা শ্রীপুর সরকারি মহেশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে গেটের সামনে থেকে মৌন মিছিল বের করে শ্রীপুর কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুর রশীদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুন্সি রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, খলিলুর রহমান মোল্যা, উপজেলা বিএনপির সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খাজা বিশ্বাসসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।