ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জের দৌলতপুরে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৬ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম।
গ্রেফতাররা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার পংতিরছা গ্রামের নুরুল আলমের ছেলে শ্রাবণ (২৩) ও একই উপজেলার সমেতপুর গ্রামের মৃত ইন্তাজ শেখের ছেলে মো: নজরুল ইসলাম (৩৮)।
এর আগে আজ ভোর ৫টার দিকে দৌলতপুর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় উপজেলা ভূমি অফিস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় আসামি শ্রাবণের কাছ থেকে ৫০ পিস এবং নজরুল ইসলামের কাছ থেকে আরো ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।



