বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীর সোনাগাজীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সোনাগাজী উপজেলা যুবদলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
শোভাযাত্রাটি সোনাগাজী হাইস্কুলের সামন থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর চত্বরে গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
নেতাকর্মীরা সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি সংবলিত ব্যানার ও পোস্টার বহন করে শোভাযাত্রায় অংশ নেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভুঞার নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি বেলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মামুন, ফেনী পৌর যুবদলের আহ্বায়ক বাবলু, সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবির, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রাসেল হামিদী এবং পৌর যুবদলের সহ-সভাপতি সাবেক কমিশনার ইয়াছিন প্রমুখ।
 
 



