সিরাজগঞ্জের তাড়াশে একই দিনে ২ লাশ উদ্ধার

‘এ ঘটনায় পৃথক দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।’

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

Location :

Sirajganj Sadar
সিরাজগঞ্জের তাড়াশে একই দিনে ২ লাশ উদ্ধার
সিরাজগঞ্জের তাড়াশে একই দিনে ২ লাশ উদ্ধার |নয়া দিগন্ত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় একই দিনে দুই জনের লাশ উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে মাগুরা বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাট গাড়ি পাড়ায় শহিদুল ইসলাম (৩৫) নামে এক কৃষক ঋণের দায়ে গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পারিবারিক ও সাংসারিক অভাবের তাড়নায় ঋণগ্রস্ত কৃষক শহিদুল ইসলাম ঋণ পরিশোধ করতে না পেরে অভিমানে গ্যসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।

অপরদিকে একই দিন স্বামীর সাথে অভিমান করে রিমা খাতুন(৩২) নামের আরেক গৃহবধূর আত্মহত্যা করেছেন।

এই দুই ঘটনায় বৃহস্পতিবার বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মাগুরা বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ি পাড়া গ্রামের আবুল কালামের ছেলে শহিদুল ইসলাম(৩৫) গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঋণগোস্ত ও শারীরিক অসুস্থ। পরে রাগ অভিমানে শহিদুল ইসলাম আত্মহত্যা করেন।

অপরদিকে নওগাঁ ইউনিয়নের মহেশ রৌহালী গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী রিমা খাতুন(৩২) তার স্বামীর উপর অভিমান করে গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রিমা খাতুনের সাথে তার স্বামী আমিরুল ইসলামের নিয়মিত ঝগড়া বিবাদ লেগেই থাকতো

এরই জের ধরে আজ দুপুরে গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।

সত্যতা নিশ্চিত করে তাড়াশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউর রহমান জানান, এ ঘটনায় পৃথক দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।