সুনামগঞ্জের তাহিরপুরে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বোরো ধানের (উবশী জাতীয়) বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা ৭টি ইউনিয়নের কৃষকদের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর প্রাঙ্গণে এসব পণ্য বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উপজেলার ৭টি ইউনিয়নের ১১ শ’ কৃষককে বোরো (উবশী জাতীয়) বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি করে প্রতি কৃষককে দেয়া হয়। উৎপাদন খরচ কমাতে এবং বোরো মৌসুমে ফসল উৎপাদন বাড়াতে এসব পণ্য দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, ‘বিনামূল্যে দেয়া বীজ ও সার কৃষকরা সঠিকভাবে কাজে লাগাতে পারলে নিজেদের চাহিদা মিটিয়ে দেশের খাদ্য ভাণ্ডার জোগান দিতে পারবে। সরকারের পক্ষ থেকে তাদের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাসহ উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, কামাল হোসেন রাফি, সওকত হাসান ও মনিরাজ শাহ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।



