আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

সর্বশেষ ১০ আগস্ট বেতন পরিশোধের আশ্বাস দেয় কর্তৃপক্ষ। কিন্তু বেতন না দেয়ায় গতকালও ওই কারখানার ২০০-৩০০ শ্রমিক বিক্ষোভ করে। কিন্তু শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়নি।

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)

Location :

Dhaka
আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ |নয়া দিগন্ত

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পরে পুলিশের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পর সড়ক ছেড়ে চলে যায় শ্রমিকরা।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে বিশমাইল-জিরাবো আঞ্চলিক সড়কে মাসকর্ট গার্মেটের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

বিক্ষুব্দ শ্রমিকরা জানান, পূর্ব ঘোষণা ছাড়াই মাসকর্ট কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে কয়েক দফায় কারখানার মালিক পক্ষ কর্মরত শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দেয়। কিন্তু মালিকপক্ষ বেতন পরিশোধ করেনি। সর্বশেষ ১০ আগস্ট বেতন পরিশোধের আশ্বাস দেয় কর্তৃপক্ষ। কিন্তু বেতন না দেয়ায় গতকালও ওই কারখানার ২০০-৩০০ শ্রমিক বিক্ষোভ করে। কিন্তু শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়নি।

শ্রমিকরা সকালে জড়ো হয়ে পুনরায় আজ মঙ্গলবার বিশমাইল-জিরাবো আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের আশ্বাসে শ্রমিকরা সড়ক থেকে চলে যায়।

শিল্প পুলিশ-১ এর পরিচালক মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, পূর্বের নোটিশ ছাড়াই কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। এতে শ্রমিকরা বকেয়া বেতনের জন্য আন্দোলন করেছে। পরে তাদের বুঝিয়ে এবং মালিকপক্ষের সাথে আলোচনা করে সড়ক থেকে সড়িয়ে দেয়া হয়েছে।