২৮ অক্টোবরের খুনিদের বিচারের দাবিতে নীলফামারীতে জামায়াতের দোয়া মাহফিল

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকা সহ সারাদেশে লগি-বৈঠার তান্ডবে শাহাদাত বরণকারীদের স্মরণে ও খুনিদের বিচারের দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
২৮ অক্টোবরের খুনিদের বিচারের দাবিতে নীলফামারীতে জামায়াতের দোয়া মাহফিল
২৮ অক্টোবরের খুনিদের বিচারের দাবিতে নীলফামারীতে জামায়াতের দোয়া মাহফিল |নয়া দিগন্ত

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকা সহ সারাদেশে লগি-বৈঠার তান্ডবে শাহাদাত বরণকারীদের স্মরণে ও খুনিদের বিচারের দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার আয়োজনে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াত আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, সদর উপজেলা আমির মাওলানা আবু হানিফা শাহ, শহর আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান প্রমূখ।

অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।