বন্দরে ডোবা থেকে প্রবাসী যুবকের লাশ উদ্ধার

নারায়াণগঞ্জের বন্দরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে এক প্রবাস ফেরত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বন্দর (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Narayanganj
বন্দরে ডোবা থেকে প্রবাসী যুবকের লাশ উদ্ধার
বন্দরে ডোবা থেকে প্রবাসী যুবকের লাশ উদ্ধার |নয়া দিগন্ত

বন্দরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে সামছুল হক (৩৬) নামে এক প্রবাস ফেরত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে বন্দর থানার স্বল্পেরচক এলাকার সমরক্ষেত্র’৭১ এর পাশে মুন্না মিয়ার পুকুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে। পরে পুলিশ লাশের সুরতহাল রেকর্ড করে মর্গে পাঠায়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত যুবকের বন্ধু সবুজকে (৩০) আটক করেছে পুলিশ। সবুজ পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার ইয়ানবী মিয়ার ছেলে। সে দীর্ঘ দিন ধরে বন্দর থানার কবিলের মোড় এলাকায় তার বোনের বাড়িতে বসবাস করে আসছিল। এর আগে গত শুক্রবার বিকেল ৩টার পর থেকে প্রবাস ফেরত যুবক সামছুল হক নিখোঁজ হয়। এ ব্যাপারে বন্দর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।

জানা গেছে, পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার সামছুল হকের কাছ থেকে গত বৃহস্পতিবার রাতে তারই বন্ধু সবুজ মিয়া একটি মোবাইল সেট ক্রয় করে। মোবাইল ফোনটি নষ্ট থাকার কারণে বন্ধু সবুজের সাথে বাকবিতন্ডা হয়। এরপর থেকে সামছুল হক নিখোঁজ হন। রোববার সকালে স্থানীয়রা পুকুরে লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ বন্দর ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুকুর থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ বিষয়ে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।