মহেশপুরে পুলিশের পোশাকে ডাকাতির চেষ্টা, যুবক আটক

সোমবার ভোর ৪টার দিকে মহেশপুর উপজেলার বজ্রাপুর গ্রামের আবুল হোসেনের বাড়িতে চার-পাঁচজনের একদল ডাকাত পুলিশ পরিচয়ে বসতবাড়ির মেইন গেট কেটে ও ঘরের তালা ভেঙে প্রবেশ করে। বিষয়টি বাড়ির মালিকের সন্দেহ হলে তিনি চিৎকার শুরু করেন। একপর্যায়ে গ্রামের লোকজন এসে পুলিশের পোশাক পরা অবস্থায় একজনকে ধরে ফেলে। বাকিরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Maheshpur
পুলিশের পোশাক পরে ডাকাতির সময় যুবক আটক
পুলিশের পোশাক পরে ডাকাতির সময় যুবক আটক |নয়া দিগন্ত

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের পোশাকে ডাকাতির চেষ্টাকালে শান্ত শেখ (২৭) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

সোমবার (১২ জানুয়ারি) ভোর রাতে মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের বজ্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আটক শান্ত শেখ ঝিনাইদহ সদর উপজেলার কাস্টসাগরা গ্রামের কামরুল শেখের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৪টার দিকে মহেশপুর উপজেলার বজ্রাপুর গ্রামের আবুল হোসেনের বাড়িতে চার-পাঁচজনের একদল ডাকাত পুলিশ পরিচয়ে বসতবাড়ির মেইন গেট কেটে ও ঘরের তালা ভেঙে প্রবেশ করে। এ সময় ঘরের ভেতর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের চেষ্টা করে। বিষয়টি বাড়ির মালিকের সন্দেহ হলে তিনি চিৎকার শুরু করেন। একপর্যায়ে গ্রামের লোকজন এসে পুলিশের পোশাক পরা অবস্থায় একজনকে ধরে ফেলে। বাকিরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

বাড়ির মালিক জানান, ডাকাতরা সবাই পুলিশের পোশাক পরিহিত এবং তাদের কাছে খেলনা পিস্তল, সেলাই রেঞ্চ ও দেশীয় অস্ত্র ছিল।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান জানান, পুলিশ জানার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে। বাকিদের আটকের চেষ্টা চলছে।