দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের মতিহারা (কালিয়া) গ্রামে শিশু ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
সোমবার (২৬ মে) উপজেলার মতিহারা বাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত ২৪ মে (শনিবার) সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্ত মো: আজ উদ্দিন ওরফে অজির উদ্দিন (৫৮) তার নিজ বসতবাড়ির শয়ন ঘরে এ ঘটনা ঘটায়।
ভুক্তভোগী শিশুর পিতা মো: এরশাদ আলী নবাবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(১) ধারায় মামলা করেন। মামলাটি নথিভুক্ত হয় নবাবগঞ্জ থানায় (মামলা নম্বর-১৩, তারিখ ২৬/০৫/২০২৫)। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো: নুরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযানে গিয়ে ২৬ মে মতিহারা বাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।
নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানিয়েছেন, বর্তমানে আসামিকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।