মান্দায় ২০০ কেজি গাঁজা ও ৪টি দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি গ্রেফতার

পরবর্তীতে আলম ইসলামের বিরুদ্ধে নওগাঁর মান্দা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের শেষে তাকে থানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এম এম হারুন আল রশীদ হীরা, মান্দা (নওগাঁ)

Location :

Manda
মান্দায় ২০০ কেজি গাঁজা ও ৪টি দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি গ্রেফতার
মান্দায় ২০০ কেজি গাঁজা ও ৪টি দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি গ্রেফতার |ছবি : নয়া দিগন্ত

নওগাঁর মান্দায় গাঁজা, ফেন্সিডিল ও দেশীয় অস্ত্র রামদাসহ চিহ্নিত মাদক কারবারি আলম ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

সোমবার মধ্য রাতে উপজেলার গনেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামে এক সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলম একই উপজেলার উত্তর শ্রীরামপুর গ্রামের আলাউদ্দিন মন্ডলের ছেলে।

অভিযানে চিহ্নিত মাদক কারবারি আলম ইসলামকে গ্রেফতার করাসহ এ সময় তার কাছ থেকে ১৯৩ দশমিক ৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেন্সিডিল ও চারটি দেশীয় অস্ত্র জব্দ করেন র‌্যাবের সদস্যরা।

সোমবার দুপুরে পাঠানো র‌্যাবের প্রেস রিলিজে জানানো হয়, র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে আলম ইসলাম দীর্ঘদিন থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা কেনাবেচা করছেন। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল আসামির গতিবিধি পর্যবেক্ষণ করে সোমবার মধ্য রাত দেড়টার দিকে একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ও অস্ত্রসহ কারবারি আলম ইসলামকে গ্রেফতার করা হয়।

প্রেস রিলিজে আরো জানানো হয়েছে, আলম ইসলাম এলাকায় একজন চিহ্নিত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় পাইকারিভাবে বিভিন্ন মাদক কারবারির কাছে বিক্রি করে আসছিলেন।

পরবর্তীতে আলম ইসলামের বিরুদ্ধে নওগাঁর মান্দা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের শেষে তাকে থানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।