মাদারীপুরে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

মাদারীপুরে রেন্ট এ কার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হারুন শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
গ্রেফতার হারুন শিকদার
গ্রেফতার হারুন শিকদার |নয়া দিগন্ত

মাদারীপুরে রেন্ট এ কার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হারুন শিকদারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

হারুন শিকদার মাদারীপুর শহরের আলমগীর শিকদারের ছেলে বলে জানা গেছে।

মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, হারুন শিকদারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চলমান আইনিপ্রক্রিয়ার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।