নোয়াখালীর চৌমুহনী পৌর সভার ৮ নম্বর ওয়ার্ডের অবহেলিত সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে জামায়াতের জেলা সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন এ সংস্কার কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য নাসিমুল গনি চৌধুরী মহল, চৌমুহনী পৌর সভা জামায়াতের আমির জসিম উদ্দিন, চৌমুহনী শহর শাখার কর্ম পরিষদ সদস্য মোফাক্ষের হোসাইন নাসিম, অর্থ সম্পাদক আমির হোসেন।