বাংলাদেশকে পথ দেখাবে ৩১ দফা : এনামুল হক চৌধুরী

বিকেলে বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ৩১ দফার প্রচারণার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিয়ানীবাজার (সিলেট) সংবাদদাতা

Location :

Sylhet
র‌্যালি করে বিয়ানীবাজার পৌরশহর বিএনপির নেতাকর্মীরা
র‌্যালি করে বিয়ানীবাজার পৌরশহর বিএনপির নেতাকর্মীরা |নয়া দিগন্ত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বলেছেন, ‘খালেদা জিয়া আপসহীন নেত্রী ছিলেন। দেশের বিভিন্ন ক্রান্তিকালে শত নির্যাতনে এদেশ ও দেশের মানুষদের ছেড়ে যাননি তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার দেখানো পথে হাঁটছেন তারেক রহমান। তার দেয়া ৩১ দফা আগামীর বাংলাদেশকে পথ দেখাবে।’

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ৩১ দফার প্রচারণার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. এনামুল হক চৌধুরী বলেন, ‘সবাইকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে, যিনিই ধানের শীষ পাবেন তার পক্ষে দলের সকল নেতাকর্মীকে কাজ করতে হবে ‘

এ সময় তিনি নিজেকে বিয়ানীবাজার গোলাপগঞ্জের খাদেম হিসেবে কাজ করার সুযোগ দানের অনুরোধ জানান।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুলের সভাপতিত্বে এবং সাবেক প্রচার সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, জেলা বিএনপি নেতা ফাত্তাহ বকশী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর।

আলোচনা সভা শেষে বিয়ানীবাজার পৌরশহরের বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে র‍্যালি দক্ষিণ বাজার থেকে শুরু হয়ে বিয়ানীবাজার উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।