গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি বসতবাড়ির টিনের ঘর বিদ্যুতায়িত হয়ে শাকিব মিয়া (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের গোবিন্দরায় দেবত্তর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শাকিব মিয়া ওই গ্রামের শাহিন মিয়া ও মুক্তা বেগম দম্পতির ছেলে।
স্বজনরা জানান, শাহিন মিয়ার টিনের বেড়া ও চালার একটি ঘর অজান্তে হঠাৎ বিদ্যুতায়িত হয়। এরই মধ্যে ঘরটির পেছনে খেলছিল শাকিব মিয়া। এ সময় ঘরের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়।
এ বিষয়ে ইদিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেন, ওইস্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর খবর শুনেছি। এ ধরনের ঘটনা খুবই বেদনাদায়ক।