সুনামগঞ্জের তাহিরপুরে আরাফান নামে একটি পর্যটকবাহী হাউসবোটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে পুরো বোট। তবে এ ঘটনায় নৌকায় থাকা ১২ পর্যটক ও নৌযান চালকসহ সহযোগীদের নিরাপদে অন্য নৌকায় নিয়ে আসা হয়।
শুক্রবার (৩০ মে) রাত ৮টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ডাম্পে বাজার ও বিজিবি ক্যাম্পের সামনে পুটিয়া শিমুলখালী এলাকায় (ট্যাকের ঘাট শহীদ সিরাজ লেক যাওয়ার পথে) এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী হেলাল মিয়া ও বাচ্ছু মিয়া বলেন, টাংগুয়ার হাওর থেকে বিকেলে আমরা পর্যটক নিয়ে ট্যাকের ঘাটের দিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে আমাদের সামনে পর্যটকবাহী আরাফান নামে একটি হাউজবোটে হঠাৎ করে আগুন লাগে। পরে আমরা দ্রুত এগিয়ে গিয়ে ১২ জন পর্যটক ও নৌযান চালকসহ সবাইকে আমাদের নৌকায় উঠিয়ে নিরাপদে নিয়ে আসি। কিন্তু হাউজবোটে লাগা আগুন কোনোভাবে নেভানো সম্ভব হয়নি।
এদিকে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন স্থানীয়রা।
তাহিরপুর উপজেলা নৌ-পর্যটন শিল্প সমবায় লিমিটেডের সভাপতি মোহাম্মদ রব্বানী জানান, ‘আরফান নামে এ হাউজবোটটি ঢাকার লোকজন তৈরি করেছে। আগুন লাগার পূর্বে এর মধ্যে সাতজন নারী ও পাঁচজন পুরুষ ছিল। তারা সম্পূর্ণ নিরাপদে আছে। আগুন হাউসবোটের পেছনের দিকে লাগে, পরে সামনের দিকে ছড়িয়ে যায়। আমার সমিতির লোকজন নৌকা নিয়ে পর্যটকসহ সবাইকে উদ্ধার করেছে।’
ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আবির দাস জানান, ‘হাউজবোটে থাকা পর্যটকসহ নৌ-চালক সকলেই নিরাপদে আছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আর নৌকার মালিকপক্ষের কোনো খোঁজ পাইনি। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, ‘নৌকায় জেনারেটর চালু ছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আমরা বিষয় গুরুত্ব সহকারে দেখছি।’