বরগুনার বেতাগী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডজুড়ে নর্দমা, খোলা ড্রেন ও জমে থাকা স্থির পানিতে ভয়াবহ আকারে এডিস মশার উপদ্রব বেড়েছে। এতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার চরম ঝুঁকিতে রয়েছেন স্থানীয়রা। নিয়মিত ড্রেন পরিষ্কার না হওয়া, ময়লা-আবর্জনার সঠিক ব্যবস্থাপনা না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন নাগরিকরা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, পৌরসভার ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ভাঙা নালা, পরিত্যক্ত টায়ার, কনটেইনার, ড্রেন ও খোলা স্থানে পানি জমে আছে দীর্ঘদিন ধরে। এসব স্থির পানিতে অনায়াসে ডিম পাড়ছে এডিস মশা। ফলে আশঙ্কা বেড়েই যাচ্ছে ডেঙ্গুর।
পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো: সাইফুল ইসলাম বলেন, ‘বাড়ির সামনের ড্রেন দুই মাস ধরে পরিষ্কার করা হয়নি। মশার কামড়ে ঘরে বসে থাকা যায় না।’
গৃহবধূ নাসরিন আক্তার বলেন, ‘আমার ছোট ছেলেটি কয়েকদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এখন ভয়ে আছি যে, আবার পরিবারের কে আক্রান্ত হয়ে পড়ে!’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়্যদ আমারুল বলেন, ‘এডিস মশা সাধারণত দিনের বেলা, সন্ধ্যা ও খুব সকালে কামড়ায় এবং পরিষ্কার পানিতে ডিম পাড়ে। তাই বাড়ির আঙিনায় বা আশপাশে জমে থাকা পানি দ্রুত সরানো এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি।’
এ বিষয়ে বেতাগী পৌরসভার প্রশাসক মো: বশির গাজী বলেন, ‘আমরা নিয়মিত মশা নিধন ও ফগিং কার্যক্রম পরিচালনা করছি। তবে জনসচেতনতাও গুরুত্বপূর্ণ। সবাইকে নিজ নিজ বাসা-বাড়ি ও এলাকা পরিষ্কার রাখতে হবে।’