চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংগঠনের আয়োজনে শীতার্ত ও অসহায় প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংগঠন কার্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় তাদের হাতে এ শীতবস্ত্র তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মো: আইয়ুব খান, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম শিমুল, আইনজীবী অ্যাডভোকেট সরওয়ার নিজামী, সাংবাদিক এম আনোয়ার হোসেন, খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: রহিম উদ্দিন ও মিরসরাই উপজেলা প্রতিবন্ধি কল্যান সংগঠনের সভাপতি ইশতিয়াক সুমন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন, ‘তীব্র শীতে প্রতিবন্ধী ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
কম্বল পাওয়া প্রতিবন্ধি মো: আনোয়ার হোসেন ও ছোট চন্দ্র নাথ বলেন, এবার শীত বেশি অনুভব হচ্ছে। কিন্তু এতদিন কেউ শীতবস্ত্র না দেয়ায় কষ্টে ছিলাম। আজ কম্বল পেয়ে খুব ভালো লাগছে।
কনকনে শীতের মাঝে উষ্ণ উপহার পেয়ে উপস্থিত শতাধিক প্রতিবন্ধী প্রশাসন ও সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



