প্রতিবেশী দেশে পাচারের জন্যে হাতিয়া উপজেলার টাঙকি ঘাট এলাকায় স্থানীয়দের সহযোগিতায় ৬৭০ বস্তা ইউরিয়া সারসহ দু’টি ট্রাক জব্দ করেছে হাতিয়া ও সুবর্ণচর উপজেলা প্রশাসন।
জব্দ হওয়া সার নিলামে তুলতে রোববার নোয়াখালী জেলা প্রশাসকের অফিসে সভাতে করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে হাতিয়া, রামগতি ও সুবর্ণচর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এ সময় হাতিয়ার তেগাছিয়া বাজার এলাকা থেকে ৩৭০ বস্তা এবং টাংকির ঘাট এলাকা থেকে আরো ৩০০ বস্তা সার জব্দ করা হয়।
এসময়, হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ, রামগতি উপজেলা কৃষি কর্মকর্তা এবং সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কৃষি কর্মকর্তা ও স্বর্ণদ্বীপে অবস্থানরত সেনাবাহিনী উপস্থিত ছিলেন।
হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ জানান, বুধবার রাতে হরনী ইউনিয়নের মাইনুদ্দিন বাজারে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ করে স্থানীয় পুলিশ ও উপজেলা কৃষি দফতর। আবার গতকাল সন্ধ্যায় হাতিয়ার হরনী ইউনিয়নের টাঙকি ঘাটের তেগাছিয়াতে ৩৭০ বস্তা সার স্থানীয়দের সহযোগিতায় আটক হয়।
তিনি আরো জানান, বিভিন্ন সময় এই সার চট্টগ্রাম থেকে মিয়ানমারের উদ্দেশ্যে পাচারের জন্য এ পথে আসে বলে লোকমুখে শুনেন। তারই ধারাবাহিকতায় গতকাল এ পথে সার আটকের পর হাতিয়া থেকে তিনি, রামগতি উপজেলা কৃষি কর্মকর্তা এবং সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে মিলিত হন।
সার সহ ট্রাক দু’টি জব্দের সময় পাচারকারীদেরকে আটক করা যায়নি বলে উল্লেখ করেন তিনি।