সাভার মডেল থানা থেকে কয়েক শ’ গজ দূরত্বে পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে আগুনে পোড়া ও অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগেও এখান থেকে দু’টি লাশ উদ্ধার করা হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে পরিত্যক্ত ওই কমিউনিটি সেন্টারের টয়লেট থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড়ের সাভার মডেল থানা থেকে পূর্ব পাশে কয়েক শ’ গজ দূরত্বে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের ভেতরে এক ব্যক্তির আগুনে পোড়া লাশ দেখে জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন দেন স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত ওই ব্যক্তি জিন্সের প্যান্ট ও জ্যাকেট পড়া অবস্থায় ছিলেন।
এ নিয়ে সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে পৃথক সময়ে এক নারীসহ তিন জনের লাশ উদ্ধার করা হলো।
এর আগে, গত ২৯ আগস্ট রাতে একই কমিউনিটি সেন্টার থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ ও ১২ অক্টোবর অজ্ঞাত এক নারীর (৩০) অর্ধনগ্ন লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের পরিচয় নিশ্চিত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেয়া হয়েছে বলে বিকেলে নয়া দিগন্তকে জানিয়েছেন সাভার মডেল থানার সাব ইন্সপেক্টর (এসআই) আব্দুল কাদের শেখ।
এসআই আব্দুল কাদের শেখ আরো বলেন, ‘নিহতের শরীর আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।’
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগষ্টের আগে পৌর কমিউনিটি সেন্টারটি ঢাকা জেলা পুলিশ তাদের ব্যারাক হিসেবে ব্যবহার করতেন। জুলাই-আগষ্ট আন্দোলনের সময় সাভার মডেল থানা, সাভার প্রেস ক্লাবসহ পৌর কমিউটি সেন্টারটিও ক্ষতিগ্রস্থ হলে সেটি আর সংস্কার করা হয়নি।



