ময়মনসিংহে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সমাবেশ-২০২৫ শুরু হয়েছ। মূল অনুষ্ঠান শুরুর আগে আদিবাসী তরুণীদের একটি দল ঐতিহ্যবাহী পোশাক পড়ে দৃষ্টিনন্দন এক নৃত্য পরিবেশন করেন।
শনিবার (৩০ আগস্ট) ময়মনসিংহের টাউন হলে অবস্থিত তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদকের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বেলা সাড়ে ৩টার দিকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মঞ্চে বিএনপির অন্য নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে সমাবেশকে ঘিরে ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।