ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৬ অক্টোবর) সকালে মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় ইসলামী ব্যাংক প্রাঙ্গণে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের যৌথ আয়োজনে এ মানববন্ধন হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তরা ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাঁটাই করার দাবি জনান।
চাকরি প্রত্যাশী পরিষদের সদস্য শামীম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, শাহিন আহমদ,জায়েদ আহমদ, জাবের আহমদ, আব্দুল কাদির, মো: নাইম, জিসান তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংক থেকে এস আলমের গ্রুপ প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকা পাচার করেছে। তাদের সম্পদ বাজেয়াপ্ত করে গ্রাহকদের আমানতের এই টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করতে হবে।