নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের সাথে বুধবার ইরাসমাসপ্লাস প্রোগ্রামের আওতায় তুরস্কেও আলানিয়াআলাদিন কেকুবাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব বিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নোবিপ্রবি ভিসির সাথে তুরস্কের কেকুবাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভিসি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। সভায় আলানিয়া আলাদিন কেকুবাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি হিসেবে অংশ নেন অ্যাভিয়েশন অ্যান্ড স্পেস সায়েন্স ফ্যাকাল্টির ডিন এবং বায়োসিস্টেম ইঞ্জিনিয়ারিং (ট্রেনিং) বিভাগের অধ্যাপক ড. আতিলগান, বায়োসিস্টেম ইঞ্জিনিয়ারিং (টিচিং) বিভাগের সহযোগী অধ্যাপক ফিরাত আর্সলান এবং ইকোনমিক্স (টিচিং) বিভাগের অধ্যাপক ড. হারুন ইউসাক।
সভায় নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল তুরস্কের প্রতিনিধি দলের সদস্যদের স্বাগত জানান।
এসময় ভিসি উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা, স্টাফ বিনিময়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। একই সাথে উভয় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে দ্বিপাক্ষিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় তুরস্কের প্রতিনিধি দলের সদস্যরাও বাংলাদেশে তাদের ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেন এবং নোবিপ্রবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
নোবিপ্রবি ইন্টারন্যাশনাল কোলাবোরেশন অ্যান্ড এক্সটার্নালঅ্যাফেয়ার্স (আইসিইএ) অফিস আয়োজিত সভায় অন্যান্যের মাঝে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, নোবিপ্রবি জীব বিজ্ঞান অনুষদের ডিন ও রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর সরকার, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: জিয়াউল হক, ইন্টারন্যাশনাল কোলাবোরেশান অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসের অতিরিক্ত পরিচালকও ইরাসমাসপ্লাস প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. রোকনুজ্জামান সিদ্দিকী এবং ডেপুটি রেজিস্ট্রার ড. খালেদ মেহেদী হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইরাসমাসপ্লাস মোবিলিটি প্রোগ্রামের আওতায় ২৫-২৯ আগস্ট ২০২৫ তুরস্কের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওই প্রতিনিধিদল নোবিপ্রবি পরিদর্শনে আসেন। এর অংশ হিসেবে এ সভার আয়োজনকরা হয়।