যশোরে জামায়াত প্রার্থীর প্রচারণায় বিশাল মিছিল

যশোর-৩ (সদর) আসনে ১০ দলীয় ঐক্য সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আব্দুল কাদেরের বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এম আইউব, যশোর অফিস

Location :

Jashore
যশোরে জামায়াত প্রার্থীর প্রচারণায় বিশাল মিছিল
যশোরে জামায়াত প্রার্থীর প্রচারণায় বিশাল মিছিল |নয়া দিগন্ত

যশোর-৩ (সদর) আসনে ১০ দলীয় ঐক্য সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আব্দুল কাদেরের বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে শহরের ঈদগাহ ময়দান থেকে মিছিলটি শুরু হয়। এরপর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মণিহার এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিল শুরুর আগে বক্তৃতা করেন প্রার্থী আব্দুল কাদের, জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, প্রচার সেক্রেটারি মোহাম্মদ শাহাবুদ্দীন বিশ্বাস, জেলা কর্মপরিষদ সদস্য আবুল হাশিম রেজা, জেলা দফতর সম্পাদক নুর-ই-আলী নুর মামুন, সদর উপজেলা আমির অধ্যাপক আশরাফ আলী, শহরের ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসমাইল হোসেন, এনসিপির জেলা সমন্বয়কারী মুহা. নুরুজ্জামান প্রমুখ।