বন্ধ কারখানা চালুর দাবিতে উত্তরা ইপিজেড শ্রমিকদের মানববন্ধন

নীলফামারীর উত্তরা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা সনিক বাংলাদেশ লিমিটেড কারখানা দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকেরা।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
বন্ধ কারখানা চালুর দাবিতে উত্তরা ইপিজেড শ্রমিকদের মানববন্ধন
বন্ধ কারখানা চালুর দাবিতে উত্তরা ইপিজেড শ্রমিকদের মানববন্ধন |নয়া দিগন্ত

নীলফামারীর উত্তরা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা সনিক বাংলাদেশ লিমিটেড কারখানা দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকেরা।

রোববার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে ইপিজেডের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালকের বরাবর স্মারকলিপি জমা দেন।

মানববন্ধনে বক্তব্য দেন শ্রমিক নাজমুল হোসেন, শরিফুল মণ্ডল, রাবেয়া বেগম, আসমা বেগম, ইয়াসমিন, রুবেল রানা, আব্দুর রহমান ও সুজন ইসলামসহ অনেকে। ‘আন্দোলন হটাও, ইপিজেড বাঁচাও’এ স্লোগানে কর্মসূচিতে অংশ নেন শ্রমিকরা।

শ্রমিকেরা বলেন, ‘কারখানাটি শুধু কর্মালয় নয় এটি আমাদের জীবিকা, আমাদের পরিবারের ভবিষ্যতের ভরসা। আমরা আর কোনো বিশৃঙ্খলা চাই না, কোনো আন্দোলন চাই না। আমরা শুধু আমাদের কর্মালয় ফেরত চাই। ইপিজেড চললে শ্রমিক বাঁচবে, শ্রমিক বাঁচলে পরিবার বাঁচবে।’

প্রসঙ্গত, ২৬ দফা দাবি নিয়ে গত ১৬ নভেম্বর সনিক ফ্যাক্টরির শ্রমিকরা আন্দোলন শুরু করেন। ১৭ নভেম্বর মালিকরা দাবি মেনে নিলেও কিছু শ্রমিক এতে অসন্তুষ্ট হন। এরপর ১৮ নভেম্বর শতাধিক শ্রমিক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করেন। কাজে ফিরতে অস্বীকৃতি ও উৎপাদন ব্যাহত হওয়ায় একই দিন কারখানা কর্তৃক অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে।‎