বিএনপি থেকে পদত্যাগ করেছেন সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহীন।
রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১২টায় ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের কথা জানান।
ওই সময় তিনি দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন এবং দল থেকে পদত্যাগ পত্রের একটা কপিও সাংবাদিকদের সরবরাহ করেন।
পদত্যাগের বিষয়ে শাহ নুরুল কবির শাহীন বলেন, ‘আমি বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও ব্যক্তিগত বিবেচনায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ‘এটা খুবই দুঃখজনক। উনার মতো (শাহ নুরুল কবির শাহীন) একজন ত্যাগী নেতাকে আমাদের খুবই প্রয়োজন। এ বিষয়ে আমি উনার সাথে ব্যাক্তিগতভাবে কথা বলব।’
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকা শাহ নুরুল কবির শাহীন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ২০০১ সালে বিএনপি ও চারদলীয় জোটের প্রার্থী হয়ে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন।



